সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ০৬:০৫:২০

মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে শেখ হাসিনার সরকার: এমপি গোপাল

মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে শেখ হাসিনার সরকার: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে। বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপিঠে অধ্যয়নের সুযোগ পাচ্ছে। 

তিনি বলেন, বর্তমানে জ্ঞান-বিজ্ঞানের সাথে নৈতিক শিক্ষাকে সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে নইলে আধুনিক জীবন চলাকে বাধাগ্রস্ত করে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে মাদ্রাসার যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার ক্ষমতায় থাকাকালীন তা করেনি। 

রোববার (১৬ অক্টোবর ২০২২) বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে ভোগনগর দাখিল মাদ্রাসার নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভোগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আব্দুল হক সবুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত রেহানা, উপজেলা সহকারী কমিশনা (ভ‚মি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, ভোগনগর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মো. মুসা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে