সোমবার, ০৭ নভেম্বর, ২০২২, ০৮:০২:৪৬

লেখাপড়া বাদ দিয়ে মোবাইলে আসক্ত হওয়া যাবে না: এমপি গোপাল

লেখাপড়া বাদ দিয়ে মোবাইলে আসক্ত হওয়া যাবে না: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছেন। সেই সাথে মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে আধুনিক বিজ্ঞান চর্চা করে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সেজন্য কওমি মাদ্রাসাগুলিকে স্বীকৃতি প্রদান করেছেন। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকলে হলে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রয়োজন হয় স্মার্ট মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ। তবে লেখাপড়া বাদ দিয়ে শুধু মোবাইলের প্রতি আসক্ত হওয়া যাবে না। 

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে রোববার (৬ নভেম্বর ২০২২) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার গড়মল্লিকপুর ইসলামিয়া মাদরাসায় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গড়মল্লিকপুর ইসলামিয়া মাদরাসার সুপার আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, জেলা পরিষদের সদস্য মিরা মাহাবুব, গড়মল্লিকপুর ইসলামিয়া মাদরাসার সভাপতি মো. নাসিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।

পরে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (টএউচ) এর আওতায় স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন কনসেনট্রেটর লাইন এর উদ্বোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উতরাইন বামনদেওড়া উচ্চ বিদ্যালয়ের নব নবনির্মিত ওয়াস ব্লক ও সেমিপাকা টিনসেড একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি গোপাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে