শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ০১:৩৪:৪৪

বিএনপির উচিত আগে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া: এমপি গোপাল

বিএনপির উচিত আগে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জনগণকে পুড়িয়ে মারা, জনগণের অর্থ পাচার করা, এতিমরে অর্থ আত্মসাৎ, গ্রনেডে হামলা, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, অস্ত্র চোরা চালানসহ সকল অপকর্মের জন্য বিএনপির উচিত আগে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। 

তিনি বলেন, জনগণ যদি ক্ষমা প্রদর্শন করে তারপরে বিএনপির রাজনীতি করা উচিত। বিএনপি চেয়েছে এদেশেরে মানুষকে ভিক্ষুকরে জাতিতে রূপান্তরিত করতে আর শেখ হাসিনা চায় আমরা সমৃদ্ধশালী আত্মনির্ভশশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই।

এমপি গোপাল বলেন, আজকে সেই লক্ষ্যকে সামনে রেখেইে শেখ হাসিনা সরকার মানুষরে মৌলিক চাহিদা নিবারণ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা যনে কোনভাবে বাধাগ্রস্ত না হয় যার কারণে আজকে স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানে চার তলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

শুক্রবার (২৫ নভেম্বর ২০২২) সন্ধায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার বনড়া উচ্চ বিদ্যালয়ে ”এম এস গোপাল” ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আলোচনা সভায় বনড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল রায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে