শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৭:০১

শীতের কষ্ট সেই বোঝে, যার কাছে শীত নিবারণের বস্ত্র নেই: এমপি গোপাল

শীতের কষ্ট সেই বোঝে, যার কাছে শীত নিবারণের বস্ত্র নেই: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। তাই সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়।

তিনি বলেন, শীতের শুরুতে শীত নিবারণের সর্বাত্মক প্রচেষ্টায় শেখ হাসিনা। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।  

শুক্রবার (২ ডিসেম্বর ২০২২) কাহারোল উপজেলার গোশালপুর রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা ও গীতাচর্চা প্রকল্পের শিক্ষকদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।

কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মো. নাইম ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে