ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষকে সজাগ থাকতে হবে। একশ্রেণীর মানুষ নিজ স্বার্থ চরিতার্থ করবার জন্য ধর্মকে ব্যবহার করার চেষ্টা করে। সাধারন মানুষ যারা ধর্মভীরু সেই ধার্মিক মানুষের অনুভূতিতে আ'ঘা'ত করে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করে।
তিনি বলেন, এই সকল ধর্ম ব্যবসায়ীরা যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করে তাদের বিরুদ্ধে সচেতন মানুষদের সর্বত্র সজাগ দৃষ্টি রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা নৈতিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছেন এবং গতানুগতিক ধর্মীয় শিক্ষার পাশাপাশি সেই শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করবার জন্য আজ সকল মাদ্রাসাগুলিতেও কম্পিউটার ল্যাব স্থাপিত হচ্ছে।
সোমবার (২ জানুয়ারি ২০২৩০) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও আলেম ওলামাগণের অংশগ্রহনে বৈশ্বিক শান্তি আনায়নে ইসলাম ভ‚মিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ।
শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভাটির পরিচালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. লুৎফতর রহমান।
এদিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নে চেঙ্গাইক্ষেত্র পঞ্চদেবী কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সসদস্য মনোরঞ্জন শীল গোপাল।