ফজিবর রহমান বাবু, দিনাজপুর : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিশাল দেহের পশুরাও মানুষের বিশ্বস্ত হয়, কিন্তু বিএনপি মানুষের জন্য নিরাপদ নয়। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপির আগুন সন্ত্রাসে শত শত মানুষ নিহত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে।
এরা কখনোই দেশের কল্যাণের কথা চিন্তা করেনি, মানুষের কথা ভাবেনি। কাজেই বিএনপি মানুষের জন্য দেশের জন্য কখনো নিরাপদ নয়। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশ আমিষে স্বয়ংসম্পন্ন। বিদেশ থেকে পশু আমদানি করতে হয় না মাংস আমদানি করতে এবং আজ খামারিরা অনেক বেশি সচ্ছল স্বাবলম্বী।
শনিবার (২৫ ফেব্রæয়ারি ২০২৩) কাহারোল উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ অধিদপ্তদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে তিনি প্রদর্শনীর পশুসহ ৪৫ টি স্টল পরিদর্শন করেন।
আলোচনা সভায় সহকারি কমিশনার (ভুমি) মাইদুল হাসানের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিস্পদ কর্মকর্তা মো. রায়হান আলী।
এদিকে একই দিন বীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ অধিদপ্তদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।