বুধবার, ০১ মার্চ, ২০২৩, ০৫:০৮:১২

একই সঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দিলো একটি ছাগল, এলাকায় চাঞ্চল্য

একই সঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দিলো একটি ছাগল, এলাকায় চাঞ্চল্য

দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডীতে একটি ছাগল একই সঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করেছে। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বিপ্লবের খামারের একটি তোতাপুরি প্রজাতির ছাগল একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করে। এদের মধ্যে চারটি পাঠা ও একটি ছাগী। বর্তমানে ছাগলটিসহ প্রসব করা পাঁচটি বাচ্চাই সুস্থ ও ভালো রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উল্লিখিত এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম বিপ্লব। তিনি পেশায় একজন ব্যাংককর্মী। বর্তমানে বেসিক ব্যাংক লিমিটেড দিনাজপুরের চিরিরবন্দর শাখায় কর্মরত রয়েছেন।

ব্যাংককর্মী জাহাঙ্গীর আলম বিপ্লব ৪/৫ বছর আগে ব্যক্তিগত কাজে বাড়ির পাশের বেলাইচন্ডী ইউনিয়নের বেনিরহাটে যান। এ সময় বেনীরহাটের ছাগলে হাটের মধ্যে একটি তোতাপুরি প্রজাতির ছাগল দেখতে পেয়ে সেটি এক হাজার ৯ শ টাকায় কিনে আনেন। ওই তোতাপুরি প্রজাতির ছাগল থেকে এখন তার ছাগলের খামারে ছোট বড় মিলে ছাগলের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে।

যদিও বেনিরহাট থেকে কিনে আনা প্রথম ছাগলটি বাচ্চা প্রসবকালীণ আকস্মিক মারা যায়। আর বর্তমানে তার খামারে থাকা একটি ছাগল গত শুক্রবার এক সঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করে। তন্মধ্যে একটি ছাগী ও অবশিষ্ট চারটি পাঠা। আর একসঙ্গে প্রসব করা পাঁচটি ছাগলের বাচ্চা সুস্থ ও সবল হয়েছে।

খামার মালিক মো. জাহাঙ্গীর আলম বিপ্লব জানান, তিনি চার-পাঁচ বছর আগে তার বাড়িতে ছাগল খামারটি গড়ে তোলেন। মূলত আমার ছোট ভাই মো. ইদ্রিস আলী এটির সার্বিক দেখাশোনা করেন। একটি তোতাপুরি ছাগল থেকে বর্তমানে তার খামারে ছোট বড় মিলে ৩১টি ছাগল রয়েছে। 

ইতিমধ্যে ১০/১২টি ছাগল বিক্রি করেছেন তিনি। তিনি বলেন, এর আগে তার খামারের ছাগলগুলোর মধ্যে ছাগল এক সঙ্গে ৪টি পর্যন্ত বাচ্চা প্রসব করে। কিন্তু এবারই প্রথম তার খামারের একটি ছাগল একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করল। এদিকে, একটি ছাগলের এক সঙ্গে পাঁচটি বাচ্চা প্রসবের খবরটি অল্প সময়ে গোটা এলাকায় চাউর হয়ে পড়ে।

পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, একটি ছাগলের এক সঙ্গে পাঁচটি বাচ্চা প্রসরের বিষয়ে অবগত নয়। তবে, আমি এখনই ভেটেরিনারি সার্জনে পাঠিয়ে বাচ্চাগুলোর সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে