ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একাত্তরের আজকের এই কাল রাতে পাকিস্তানি বর্বর বাহিনী এক লক্ষ নিরীহ ঘুমন্ত বাঙালিকে হত্যা করে ভেবেছিল স্বাধীনতার চেতনা মুছে দেবে। কিন্তু ওই হত্যাকাণ্ডে বাঙালি আরও বেশি জিঘাংসা পরায়ণ হয়ে পড়ে।
স্বাধীনতার জন্য যাদের প্ররোচনায়, যাদের সহযোগিতায় ওই নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, জিয়াউর রহমান সেই যুদ্ধ অপরাধীদের পুনর্বাসন করবার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করে দিয়ে নব্য পাকিস্তান সৃষ্টির চেষ্টা করেছিল জিয়াউর রহমান। স্বজন হারানো এই দিনে আমাদের অঙ্গীকার হোক মুক্তিযুদ্ধের চেতনার পূণ্য বাস্তবায়ন।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, গীতানাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম, কাহারোল থানার ওসি রইছ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ।