বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ০৬:০৩:১৯

এই মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে: এমপি গোপাল

এই মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, রংপুরে আগামী ২ তারিখের মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে। স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করে না, যারা রাজাকারীর ধারণাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 

এমপি গোপাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশপ্রেমিক মানুষের জন্য একটি চ্যালেঞ্জ। ৩০ লক্ষ শহীদের রক্ত ২ লক্ষ ৬৯ হাজার মা বোনের সম্ভ্রম এর বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা কেবলমাত্র আওয়ামী লীগের সংরক্ষিত। 

বুধবার (২৬ জুলাই ২০২৩) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রংপুর বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এসএম নুর আলী, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক খালেদ হাবিব সুমন।

জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাজাহান নভেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারুকুজ্জামান মাইকেল। বর্ধিত সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে