বুধবার, ০৯ আগস্ট, ২০২৩, ০৭:২০:৩৮

ভুমিহীন ও গৃহহীনদের মর্যাদার ঠিকানা করে দিলেন প্রধানমন্ত্রী: এমপি গোপাল

ভুমিহীন ও গৃহহীনদের মর্যাদার ঠিকানা করে দিলেন প্রধানমন্ত্রী: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, দেশের কোন মানুষ ভুমিহীন-গৃহহীন থাকবেনা এই লক্ষ্যে দিনাজপুর জেলাকে সম্পূর্ণ গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। সেই সাথে বীরগঞ্জে নতুন করে ১৩৬টি পরিবারকে নিজস্ব ঠিকানা প্রদান করে বীরগঞ্জ উপজেলাও সম্পূর্ণ ভুমিহীন ও গৃহহীন মুক্ত হলো।

বুধবার (৯ আগস্ট ২০২৩)সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন উপজেলায় জমির কবুলিয়ত দলিল, ঘর ও চাবি হস্তান্তর করেন এবং দিনাজপুর জেলাসহ ১২টি জেলাকে গৃহহীন ও ভুমিহীনমুক্ত ঘোষনা করেন।

এরপরপরই বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) "ক" শ্রেণীর আরও ১৩৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জনশীল গোপাল এমপি বলেন, জীবন যুদ্ধের লড়াইয়ে জয়ী অমিত শক্তি ও আত্মবিশ্বাস সম্মানমর্যাদার এক ঠিকানা করে দিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিগত সময়ে অনেক সরকারই রাষ্ট্র ক্ষমতায় থেকেছে কিন্ত তারা ঠিকানাহীনদের কথা চিন্তা করে নাই। 

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে পঞ্চমবারের মতো বিএনপিকে সন্ত্রাসী দল ঘোষনা করেছে। বিএনপি অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষের সম্পদ নষ্টকরে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আশ্রায়নের ব্যবস্থা করে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জসার্কেল) খোদাদাদ সুমন, জেলা আওয়ামীলীগের সদস্য মো. নুরইসলামনুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে