শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ০২:৩৯:০৮

একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব: এমপি গোপাল

একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, গৃহপালিত পশুদের প্রভু ভক্তি থাকলেও জামাত-বিএনপির কোন দেশভক্তি নেই। তারা ক্ষমতায় যাবার জন্য আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করছে। 

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা অযৌক্তিকভাবে তত্বাবোধায়ক সরকার দাবী করছে। যতই ষড়যন্ত্র আর সন্ত্রাসী কান্ড করক না কেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারন একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব।

শুক্রবার (১৮ আগষ্ট ২০২৩) বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতানের আয়োজনে সততল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফলভোগীদের মাঝে হৃষ্টপুষ্টকরণ, হাঁস-মুরগী পালন প্যাকেজের আওতায় গৃহনির্মান উপকরণ, গো খাদ্যসহ গরু ও হাঁস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সমাজের বৈষম্যতাকে দূর করতে এবং পশ্চাদপদ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করবার জন্য জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগ এর আগে কোন সরকার গ্রহণ করেনি। 

তিনি বলেন, সকল মানুষকে পেনশন স্কিমে অন্তর্ভুক্তি করে শেখ হাসিনা এক ইতিহাস সৃষ্টি করলেন। আগে কেবলমাত্র সরকারি কর্মকর্তারাই কর্মচারীরাই এই পেনশন সুবিধা পেত এখন শ্রমজীবী মানুষ সাধারণ মানুষরাও এই সুবিধা ভোগ করবে।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি আব্দুল রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, জেলা পরিষদের সাবেক সদস্য মো. আতাউর রহমান বাবু। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ওসমান গনি।

প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা হতে পরিচালিত ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্মেয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর অধিনে বীরগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীদের মাঝে গরু হৃষ্টপুষ্ট করণ ও হাঁস-মুরগি প্যাকেজের আওতায় ৮৩ টি পরিবারে গৃহ নির্মাণ উপকরণ ও খাদ্যসহ ৮৩ টি বাড়ন্ত গরু, ৪শ টি পরিবারে ৪শ টি হাঁসের ঘরসহ ৮ হাজার বাড়ন্ত হাঁস এবং ৪শ টি পরিবারে ৪শ টি মুরগির ঘর বিতরণ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে