শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ০৯:৩৭:৫৯

বিষধর গোখরা সাপ ধরে বয়ামে ভরে রাখলেন এক শিক্ষক!

বিষধর গোখরা সাপ ধরে বয়ামে ভরে রাখলেন এক শিক্ষক!

এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুর শহরের উপশহর এলাকার একটি বাসা থেকে বিষধর গোখরা সাপ ধরা পড়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপশহর ১০ নম্বর ব্লকের ডায়াবেটিক হাসপাতাল মোড়ে শিক্ষক রশিদুল হাসান কচির বাসা সংস্কার করার সময় সাপটি ধরা পড়ে। পরে সাপটি বয়ামে ভরে রাখেন।

সাপটি শনিবার (২৫ নভেম্বর) দিনাজপুরের প্রাণিসম্পদ অফিসে অথবা বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রাশিদুল হাসান।

শিক্ষক রশিদুল হাসান কচি বলেন, বাড়ির ভেতরে সংস্কারের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা করার সময় সাপটি দেখতে পান। পরে তিনি ও তার ছেলে তানজিরুল হাসান আবির সাপটিকে লাঠি দিয়ে কৌশলে আটক করে প্লাস্টিকের বয়ামে ভরে রাখেন।

তিনি আরও জানান, সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে ৯৯৯ নম্বরে ফোন দেন। সেখান থেকে তিনটি মোবাইল নম্বর দেওয়া হয়। পরে যোগাযোগ করলে তিনটি নম্বরের কাউকেই পাওয়া যায়নি।

যতি শনিবার সকালের মধ্যে কাউকে না পান তাহলে সাপটি নিয়ে তিনি নিজেই প্রাণিসম্পদ অথবা বন বিভাগের অফিস যাবেন বলে জানান শিক্ষক রাশিদুল হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে