শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫০:১০

মূলার কেজি ২ টাকা! অনেকে গরু ছাগলকে খাওয়াচ্ছেন

মূলার কেজি ২ টাকা! অনেকে গরু ছাগলকে খাওয়াচ্ছেন

এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরে ৮০ টাকা কেজির মূলা খুচরা বাজারে বর্তমানে ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর শহরের সবচেয়ে বড় সবজি বাজার বাহাদুর বাজারের ব্যবসায়ীরা এ তথ্য জানান।

বাহাদুর বাজার ঘুরে দেখা যায়, মূলার ব্যাপক সরবরাহ রয়েছে। তবে ক্রেতা না থাকায় প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে। আর পাইকারি বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকা কেজি।

দাম কমে যাওয়ায় ‘ভিআইপি’ কাঁচামাল ব্যবসায়ীরা তাদের দোকানেও তুলছেন না মূলা। বাহাদুর বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা জানান, শহরে মূলার কেজি ৫ টাকা হলেও তার গ্রামে কৃষকরা বিক্রি করছেন ২ থেকে ৩ টাকা কেজি। অনেকে মূলা গরু ছাগলকে খাওয়াচ্ছেন।

বাজারের সবজি বিক্রেতা শাহজাহান সরদার জানান, বাছাই করা মূলা বিক্রি হচ্ছে দেড় কেজি ১০ টাকা, আর এমনি মূলা বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি। সরবরাহ বেশি হওয়ায় দাম কম। তবুও ক্রেতা নেই। অথচ এই মূলা এই বাজারে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি।

এদিকে খানসামা বাজারের শাহীন নামের এক বিক্রেতা বলেন, আমরা প্রতি কেজি মূলা চার টাকা কেজিতে কিনেছি। মাত্র এক টাকা লাভে বিক্রি করছি। তবে দাম কম হলেও বাজারে ক্রেতা কম। এছাড়া অন্যান্য সবজির দামও অনেক কম। ক্রেতারা সাধ্যমত কিনে নিয়ে যাচ্ছেন শীতকালীন সবজি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে