মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর হাটে আজ সন্ধা ৬ টায় পাকের হাট থেকে রানীরবন্দর যাওয়ার পথে রানীরবন্দর হাটের সামনে ব্রীজের কাছে রাণীরবন্দর থেকে যাওয়া ট্রাক্টর অপর মুখি চার্জার ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানটি ব্রীজের উপর থেকে পড়ে যায়। এতে ভ্যানে থাকা ৫ জন যাএী আহত হয়েছে।
৫ জনের মধ্যে মো: আমজাদ হোসেন গুরতর আহত হয়েছেন। তার বাড়ী রানীরবন্দর হাজী পাড়ায় । আহত দের চিকিৎসার জন্য রানীরবন্দর স্থানীয় ডাক্টারের কাছে পেরন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন জানান,নিয়ন্ত্রণহীন চার্জার ভ্যান,প্রতিনিয়ত দূর্ঘটনার ঝুকি ,মানুষ সর্বদা সময়ের দাম একটু বেশী দিয়ে থাকে তাই প্রয়োজনে ছুটছে দুর্ত গতির যানবাহনে। চিরিরবন্দর ও খানসামায় বিভিন্ন সড়কে বেপরোয়া ভাবে চলাচল করছে চার্জার ভ্যান। তাই এতে করে সড়ক দূর্ঘটনা বাড়ছে বলে ধারনা করছেন সচেতন মহল ।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস