মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে “ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস” পালন হয়েছে।
দিবসটির শুরুতে ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অপর্নের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। এরপর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খানসামা উপজেলা শাখা, খানসামা প্রেসক্লাব,খানসামা তরুন সাংবাদিক সমাজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ৭.৩০ মিনিটে পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ(মার্কসবাদী),সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন রাজনীতিক দল, স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস