মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে রোববার রাত ১২ টা ১ মিনিটে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় ও ইছামতি ডিগ্রী কলেজে যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহামুদ ও অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম ইছামতি ডিগ্রী কলেজে কেন্দীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । পরে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা , বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্টান, সকাল ৯ টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী (এমপি) চিরিরবন্দরে কেন্দীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
এর পর পর্যায়ক্রমে চিরিরবন্দর আমেনা বাকি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টান, শিক্ষক সমিতি, চিরিরবন্দর রিপোটার্স ক্লাব ও ভাষা সৈনিকরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন পেশার মানুষ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিতে শুরু করেন ।
অপর দিকে ইছামতি ডিগ্রী কলেজে কেন্দীয় শহীদ মিনারে পর্যায়ে ক্রমে রাণীরবন্দর এন আই বালিকা উচ্চ বিদ্যালয়, চাইল্ড কেয়ার স্কুল, সানলাইট স্কুল, জেবি উচ্চ বিদ্যালয়, ওয়েসিস স্কুল এন্ড কলেজ , এইচ আর স্কুল এন্ড কলেজ, ডে কেয়ার স্কুল সহ সকল প্রতিষ্টান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাড়ে ১০ টায় ইছামতি ডিগ্রী কলেজ মাঠে ভাষা দিবসের এক আলোচনা সভার আয়োজন করে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস