মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নিয়ন্ত্রয়ণ হারিয়ে অশ্বিণী কুমার রায় (৩৪) নামে এক মোটর সাইকেল চালক নিহত ও একজন আরোহী আহত হয়েছে।
জানা গেছে ,চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়ার ইউনিয়ানে রবিবার দুপুর ২ টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের মাকু ডাক্টারের মোড়ে এ দুঘর্টনা ঘটে। প্রত্যক্ষদর্শী , মো: রফিকুল ইসলাম জানান , অশ্বিণী কুমার রায় মিলন চন্দ্র সরকারের মোটর সাইকেল যোগে দুপুরে ভুষিরবন্দর হতে নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কের তেঁতুলিয়ার ইউনিয়ানে ভুষিরবন্দর মাকু ডাক্টারের মোড়ে বিপরীত মুখী একটি দ্রুতগামী মোটর সাইকেলের মুখোমুখি হাওয়ায় আশস্কায় নিয়ন্ত্রয়ণ হারিয়ে পাকা সড়কে পড়ে গেলে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অশ্বিণী কুমার রায় মারা যায়।
চিরিরবন্দর থানার ওসি মো: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাকে পেরন করা হয়েছে । নিহত অশ্বিণী কুমার রায় উপজেলার নশরতপুর ইউনিয়ানের বড়ভিটা হরিবাসর পাড়া গ্রামের জোতিন্দ্র রায়ের ছেলে ও আহত মিলন চন্দ্র সরকার একই এলাকার মৃত্যুঞ্চয় সরকারের ছেলে বলে জানা গেছে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস