রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৬:৩৯

পেঁয়াজের কেজি ৫০ টাকা, স্বস্তি সাধারণ ক্রেতাদের মাঝে

পেঁয়াজের কেজি ৫০ টাকা, স্বস্তি সাধারণ ক্রেতাদের মাঝে

এমটিনিউজ২৪ ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে পাইকারী বাজারে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি হওয়ার কারণে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বলে জানিছেন ব্যবসায়ীরা। 

পেঁয়াজের দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে নতুন দেশি আলু আগের ৭০ থেকে ৭৫ টাকা দামেই বিক্রি হচ্ছে। 

রোববার দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকার কারণে খুচরা বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। বর্তমানে পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। সেইসঙ্গে আগের থেকে ক্রেতাও অনেক বৃদ্ধি পেয়েছে। 

হিলি কাস্টমসের তথ্য মতে শনিবার ভারতীয় ২২ ট্রাকে ৬৪০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে