সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৯:০১

পুরোহিত হত্যার ঘটনায় জেএমবি-শিবির নেতা আটক

পুরোহিত হত্যার ঘটনায় জেএমবি-শিবির নেতা আটক

দিনাজপুর প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে যজ্ঞেশ্বর দাসাধীকারী(৫০)নামে এক পুরোহিতকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দেবীডুবা গ্রামের বাসিন্দা খলিলুর রহমান(৪৫) ও মো. বাবুল (৩৫)।

রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে পুলিশের পক্ষে একটি ও নিহত যজ্ঞেশ্বর দাসাধীকারীর ভাই রবিন্দ্রনাথ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

পঞ্চগড় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল আখতার জানান, দেবীগঞ্জ উপজেলার সোনাপোতা গ্রামে যজ্ঞেশ্বর দাসাধীকারী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বিবিসি জানিয়েছে, দেবীগঞ্জে হিন্দু মঠের অধ্যক্ষকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজন জেএমবি সদস্য এবং একজন ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা।

রবিবার সকাল ৭টার দিকে একটি মোটরসাইকেল যোগে আসে তিন দুর্বৃত্ত। গৌরীয় মঠে ঢুকে তারা মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীর উপর হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় পুরোহিতকে। বাধা দিতে গেলে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে আহত হন মন্দিরের পূজারি গোপাল ও নিতাইপদ দাস।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে