শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১৮:০৭

'বিশ্ব জনীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার বিকল্প নাই'

'বিশ্ব জনীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার বিকল্প নাই'

মোহাম্মদ মানিক হোসেন, (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষা মানুষের শ্রেণী-চরিত্র বদলে দিতে পারে, বিশ্ব জনীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার বিকল্প নাই বললেন, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

শনিবার সকাল ৯ টায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্প বাস্তবায়নে কর্মশালায় অংশগ্রহন করে তিনি আরো বলেন, শিক্ষার হার বৃদ্ধির সংগে সংগে অর্থনৈতিক ভিত মজবুত করতে হবে।

শিক্ষা উপবৃত্তি দ্বিতীয় পর্যায়ে প্রকল্প পরিচালক মো: আফজাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিতি হিসাবে প্রকল্পের উপ-পরিচালক উপ-সচিব শরিফ মুর্তজা আল মামুন, সহকারী প্রকল্প পরিচালক মো: তাইমুর রহমান,জেলা শিক্ষা অফিসার মো: এনায়েত হোসেন ,সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রহমান , জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন, চিরিরবন্দর মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায় বক্তব্য রাখেন।

কর্মশালায় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম , শমসের আলী মন্ডল,রাবেয়া খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জিয়ারুল ইসলাম, সোহেল আক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং কমিটির সভাপতি- সদস্যবৃন্দ, অভিভাবক, সাংবাদিক, মহিলা কাউন্সিলার ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন মো: হাফিজুর রহমান।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে