শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:৩৪:২৪

ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের অর্ধশতাধিক মোটরসাইকেল, নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী

ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের অর্ধশতাধিক মোটরসাইকেল, নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে বিএনপির কর্নেল মোস্তাফিজুর রহমান ও তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ সংঘর্ষ ঘটে।

এতে জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে