সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:০০:১০

প্রেম মানে না জাতি, কুল বা কোন বাঁধা, বিরল ঘটনা ঘটলো দিনাজপুরে

প্রেম মানে না জাতি, কুল বা কোন বাঁধা, বিরল ঘটনা ঘটলো দিনাজপুরে

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রেম মানে না জাতি, কুল বা কোন বাঁধা। এমনই আরও একটি প্রেমের ইতিহাস সৃষ্টি করে প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসলেন ইয়ং সং সং (২৬)। এই ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামে।

খবরটি ছড়িয়ে পড়ার পর প্রেমিক চীনা যুবককে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।

 জানা গেছে, প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬) পেশায় একজন ইঞ্জিনিয়ার (নির্মাণ)। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং।

প্রায় ১ বছর আগে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী সুরভী আক্তার (১৯) এর সাথে পরিচয় হয়।

সুরভী আক্তার বিরল উপজেলার রাণীপুকুর ইউপির কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিনী সাথী আক্তারের মেয়ে। সুরভীরা দুই বোন।

সুরভী আক্তার ও চীনা যুবক ইয়ং সং সং জানায়, তাদের দু’জনের পরিচয় হবার পর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ গড়ে উঠে। এক পর্যায় প্রেমিক যুবক ইয়ং সং সং প্রেমিকা সুরভী আক্তারের টানে গত ৪ আগস্ট চীন থেকে বাংলাদেশে ছুটে আসে। ১০ আগস্ট সন্ধ্যায় প্রেমিকা সুরভী আক্তারের বাড়িতে পৌঁছায় ইয়ং।

সুরভীর পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান, চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সুরভীর সাথে তার বিয়ে দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে