এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘ ৮ বছর ধরে পড়ে ছিল ১ হাজার ৫০০ দলিল। দাবি না থাকায় সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (০৯ নভেম্বর) দুপুরে সাবরেজিস্ট্রার অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল যদি দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন অবস্থায় সাবরেজিস্ট্রার অফিসে পড়ে থাকে, তাহলে তা আইন অনুযায়ী ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঘোড়াঘাট সাবরেজিস্ট্রার অফিসে জমে থাকা দাবিহীন দলিলগুলো আগুন দিয়ে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়।
ঘোড়াঘাট উপজেলা সাবরেজিস্ট্রার কামরুন নাহার বলেন, দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন দলিল অফিসে থাকলে তা ধ্বংস করার নিয়ম রয়েছে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ওয়াকফ স্টেটের ছাড়া অধিদপ্তরের নির্দেশনা অনুসারে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত জমে থাকা এক হাজার ৫০০ দলিল আগুন দিয়ে ধ্বংস করা হলো।
এ সময় ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ছাড়াও অফিস সহকারী রুহিলা খাতুন, দলিল লেখক, নকলনবিস এবং গণমাধ্যমকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।