মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে গত রবিবার ভোর ৪ টায় দূধর্ষ ছিনতাইর ঘটনা ঘটেছে। প্র্যতক্ষদর্শী আহত মো: মজেল রহমান (৬৫) ও জানান , রাণীরবন্দরে ঢাকা থেকে আসা এক যাএী নিয়ে ভ্যান যোগে ভোর ৪ টায় আমি রানীরবন্দর থেকে ঘন্টাঘর বাজারের দিকে যাচ্ছিলাম । রানীরবন্দর থেকে প্রায় ১ কি:লি দুরে চেয়ারম্যান মোড় যেতেই হঠাৎ করে যাএী আর আমার ওপর এক ডাকাত দল অর্তকিত হামলা চালায় ।
হামলাকারী দলের সাথে এক রকম দস্তাদস্তি করলে আমাদের দুজন কে শরীলের বিভিন্ন জায়গায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে । এক পর্যায়ে আমার কাছে থাকা ১০ হাজার টাকা আর আমার সাথে থাকা যাএীর কাছ থেকে যাবতীয় মালামাল , টাকা ও মোবাইল নিয়ে চম্পেট হয়।
এঘটনায় এলাকাবাসী জানাজানি হলে ঢাকা থেকে আসা হালিম মাষ্টারপাড়ার ওবাই রহমানের জামাই কে গুরতর আহত হলে দিনাজপুর মেডিকেল হাসপাতাল পাঠনো হয়। আর ভ্যান চালক মজেল রহমানকে রানীরবন্দরে চিকিৎসার জন্য পাঠনো হয় । মজেল রহমান রানীরবন্দর মাজাপাড়ার বাসীন্দা ছিলেন। তিনি ভ্যান চালক ও ভ্যান ব্যাবসায়িক ছিলেন।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস