মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৫:২৯:১১

চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে রাজিয়া সুলতানা (২০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের পুটলি পাড়া আজাগার হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শী জানায় গৃহবধূ রাজিয়া সুলতানা খানসামার উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের মারগাঁও গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। তার স্বামী ঢাকায় কর্মরত থাকায় দ্রীর্ঘ দিন যাবত রাজিয়া সুলতানা বাবার বাড়ি থাকতেন। এলাকা বাসী জানায় স্বামীর ওপর অভিমান করে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

গত মঙ্গলবার সকাল ৯ টায় তার বাবার বাড়ির শয়ন কক্ষে ওড়না ঘরের রাশেঁর সাথে লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  রাজিয়া সুলতানার দুই বছরের একটি ছেলে ছিলো। এই রির্পোট টি করা পর্যন্ত পুলিশ কে খবর দেওয়া হয়েছে বলে তার বাবা আজগার আলী জানায় সে সময় আলোকডিহি ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম সেখানে অবস্থানরত ছিলো।
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে