বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ১০:৩০:১৮

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতন

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতন

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রীকে শারিরীক নির্যাতন করায়  ছাত্রীর বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২১ মার্চ সোমবার চিরিরবন্দর উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন ১১ ঘটিকায় স্কুল চলাকালিন দ্বিতীয় ক্লাশের সময় সোনালী হরিজন নামে এক ছাত্রীকে বেদম মারধর করে। মারধরে ওই ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে সংবাদ পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষনিক  চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অসুস্থ্য ছাত্রীর বাবা সোহেল হরিজন জানান, আমার মেয়ে হরিজন সম্প্রদায় হওয়ায় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা বিভিন্ন সময় তাকে কটুত্তি ও বকাবকি করতো।এ ব্যাপারে প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অবগত হয়েছি অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হাসান  জানান লিখিত অভিযোগপত্র পেয়েছি । বিষয়টি তদন্তের জন্য ওই স্কুলের ক্লাষ্টার সহকারী শিক্ষা অফিসার আরিফুল রহমান খানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসীর দাবী যদি কোন  শিক্ষক সাম্প্রদায়িকতার কথা ভেবে শিক্ষকতা করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
২৪ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে