জাহিনুর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ৩১ মার্চ দিনাজপুরের বিরামপুরে ইউপি নির্বাচনী প্রচারনায় মুখরিত ।শেষ মূহুর্তের প্রচারনায় রাস্তাঘাট,হাট-বাজার,গ্রাম-গঞ্জ পোষ্টারে ছেঁয়ে গেছে ।কাক ডাকা ভোর থেকে গভীর রাত অবধি ভোট চেয়ে বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ।প্রচারনায় প্রার্থীদের স্ত্রীরাও মাঠে নেমেছেন কোমর বেঁধে ।এলাকায় চলছে চায়ের কাপে ঝড় ।প্রার্থী বাছাইয়ে চলছে নানা রকমের জল্পনা কল্পনা ।
এলাকা ঘুরে জানা গেছে,পুরাতনকে নয় এবার নতুন মুখকে দেতে চায় কেউ,আবার পুরাতন চাল ভাতে বাড়ে এমন উক্তি প্রয়োগ করে পুরাতনরা পুনঃ আসনে থাকুক এমনটায় প্রত্যাশা করছেন কেউ ।এবারের নির্বাচনে ৩ ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী নেই ।
এ বিষয়ে থানা বিএনপির সভাপতি আশরাফ আলী মন্ডল বলেন,“প্রচার প্রচারনায় আমরা এখন পর্যন্ত কোন বাঁধার সম্মুখীন হইনি ।৩নং খাঁনপুর,৪নং দিওড় ও ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে আমরা যোগ্য কোন প্রার্থী খুঁজে পাইনি বিধায় এই ৩ ইউনিয়নে বিএনপির প্রার্থী দিতে পারিনাই ।তবে অন্যান্য ইউনিয়নে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ।”
এবারের ইউপি নির্বাচনে জামায়াত কোন দলের সাথে জোট বেঁধেছেন কিনা এ বিষয়ে থানা জামায়াতের আমীর আমজাদ আলী বলেন,“বিরামপুরে জামায়াতের ঘাঁটি অত্যন্ত মজবুত । কিন্তু হামলা,মামলা ও গ্রেফতারের আশংখায় কোন প্রার্থী আগ্রহ প্রকাশ করেনি তবে ৬নং জোতবানী ইউনিয়নে জামায়াতের এককভাবে প্রার্থী দিয়েছি তবে ৩নং খানপুর ইউনিয়নে আমরা সমর্থন দিয়েছি যদিও তিনি জামায়াতের সাথে সংশ্লিষ্ঠ নয়।আর বাঁকি ইউনিয়নে যেহেতু জামায়াতের প্রার্থী নেই সেহেতু আমরা চাই ঐসব ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়লাভ করুক ।”
২৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস