দিনাজপুর : নিজের ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে ধরা খেলেন চাচা। নিঝর রহমান নিঝু (৩৫) নামে আপন চাচাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন দিনাজপুরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।
নিঝর রহমান নিঝু শহরের ২নং উপশহরের বাসিন্দা মৃত মনসুর রহমানের ছেলে।
কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম রফিক জানান, সোমবার শহরের ২নং উপশহরের বাসিন্দা মৃত মনসুর রহমানের ছেলে নিঝর রহমান নিঝু (৩৫) তার আপন ভাইয়ের মেয়ে কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণির ছাত্রীকে (১৩) প্রায় উত্ত্যক্ত করতো।
সোমবার সকাল ১০টায় স্কুল যাওয়ার পথে উত্ত্যক্ত করার সময় ছাত্রীর মা ও পথচারীরা স্থানীয়দের কাছে অভিযোগ করেন। এরপর তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিঝর রহমান নিঝু এবং স্কুলছাত্রী ও তার মাকেসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানীর কাছে হাজির করা হয়।
এ বিষয়ে ওই স্কুলছাত্রী তার চাচার বিরুদ্ধে জবানবন্দি দিলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চাচা নিঝুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামি নিঝুকে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম