বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০১:৩২:০৫

নববর্ষ উদযাপন বিরোধী প্রচারণার দায়ে কারাদণ্ড

নববর্ষ উদযাপন বিরোধী প্রচারণার দায়ে কারাদণ্ড

দিনাজপুর : নববর্ষ উদযাপনে ইসলাম পরিপন্থি কোন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহবান জানিয়ে দেয়ালে দেয়ালে পোষ্টার লাগিয়ে প্রচারণার দায়ে দিনাজপুরের পার্বতীপুরে দুই যুবককে ৪ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন, পার্বতীপুর শহরের বাবু পাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে শামীম ইসলাম ও একই মহল্লার জাহিদুল ইসলামের ছেলে জুয়েল ইসলাম।

সোমবার গভীর রাতে পার্বতীপুর শহরের ঢাকা মোড় এলাকায় পোষ্টার লাগানোর সময় শামীম ইসলাম (২৪) ও জুয়েল ইসলাম (১৯) কে পুলিশ আটক করে।

এ সময় তাদের কাছে থাকা বৈশাখ বিরোধী ইসলামী ভাবাদর্শের কিছু পোষ্টার জব্দ করা হয়। খিচুরী কমিটির নামে তারা পোষ্টারগুলো প্রকাশ করে।     

মঙ্গলবার বিকেলে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে গণউপদ্রব আইনে তাদের দু'জনকে ৪ দিন করে কারাদণ্ড প্রদান করেন। বিকেলেই তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তরা কোন জঙ্গী সংগঠনের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।-বিডি-প্রতিদিন

১৩এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/অন্তু/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে