রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৯:৪৩:৪৭

চিরিরবন্দরে বাতিলকৃত ৫ প্রার্থীর আপিল মঞ্জুর

চিরিরবন্দরে বাতিলকৃত ৫ প্রার্থীর আপিল মঞ্জুর

মোহাম্মদ মানিক  হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৭ মে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২ ইউনিয়নের ভোট গ্রহন। তফসিল অনুযায়ী গত ১০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হয়। এতে চেয়ারম্যানসহ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসারদ্বয়। মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে বেশ কয়েকজন প্রার্থী দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও  আপিল র্কর্তৃপক্ষের কার্যালয়ে আপিল করেন। উক্ত আপিলের শুনানীঅন্তে গত ১৬ এপ্রিল দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও আপিল কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন মোঃ নুরুজ্জামান তালুকদার ৪ প্রার্থীর মনোনয়নপত্র বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেন। সেই সাথে ওই ৫ প্রার্থীকে বৈধ প্রার্থীর তালিকাভুক্ত করার জন্য রিটার্নিং অফিসারদ্বয়কে লিখিতভাবে অবহিত করেন। এরা হলেন ৮নং সাইতাড়া ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্য প্রার্থী মোছাঃ হাচনা হেনা, একই ইউনিয়নের সাধারণ ১নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য প্রার্থী মোঃ আব্দুল বাছেদ, সাধারণ ৩নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য প্রার্থী জাহেদুল ইসলাম, সাধারণ ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ আব্দুল ওহাব ও ১নং নশরতপুর ইউনিয়নের  সাধারণ ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ গোলাম
মোস্তাফা।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে