শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ১০:৩৬:৫০

খানসামার ৬ টি ইউনিয়নে ভোট কাল, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩০টি

খানসামার ৬ টি ইউনিয়নে ভোট কাল, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩০টি

মোহাম্মদ সাকিব চৌধুরী, (দিনাজপুর) প্রতিনিধি: তৃতীয় দফায় খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন কাল ২৩ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রতিটি ভোট প্রতিটি ভোট কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরমঞ্জাম শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করা লক্ষ্যে প্রশাসনের পক্ষ্য থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ।
 উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি ভোট কেন্দ্রের ৩৮৬টি কক্ষে ১ লাখ ২১ হাজার ৩৬৩ জন ভোটার আগামী ৫ বছরের জন্য তাদের ৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা মেম্বার ও ৫৪ জন সাধারণ মেম্বার নির্বাচিত করার লক্ষে গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে ৩০ টি ভোট কেন্দ্রকে অধিক ঝুকিঁপূর্ণ হিসাবে চিন্হিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে যাঁরা লড়ছেন-

আলোকঝাড়ি ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত মো. নুর আলম (নৌকা মার্কা), বিএনপি মনোনীত আ স ম আতাউর রহমান বাচ্চু (ধানের শীষ মার্কা), স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান (আনারস মার্কা), স্বতন্ত্র প্রার্থী মাও. মো. আনিসুর রহমান (মটর সাইকেল মার্কা)

ভেঁড়ভেড়ী ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত মো. হাফিজুল হক হাফিজ সরকার (নৌকা মার্কা), বিএনপি মনোনীত মো. সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল (ধানের শীষ মার্কা),স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ক্বারী মাও. আব্দুল হক সিরাজী (মটর সাইকেল মার্কা), স্বতন্ত্র প্রার্থী বিপ¬ব কুমার সিংহ রায় (আনারস মার্কা)

আঙ্গারপাড়া ইউনিয়ন:আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা মার্কা), বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুল জব্বার শাহ্ (ধানের শীষ মার্কা),
স্বতন্ত্র প্রার্থী¿ মো. কছিমুদ্দিন শাহ্ (কাছু) (আনারস মার্কা)

খামারপাড়া: আওয়ামী লীগ মনোনীত মো. সাজেদুর রহমান (সাজু) (নৌকা মার্কা), বিএনপি মনোনীত মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ মার্কা),  জাতীয়পার্টির মনোনীত তাজ ফারাজুল ইসলাম চৌধুরী (লাঙ্গল মার্কা), জাসদের মোহাম্মদ আলী শাহ্ (আনারস মার্কা) স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আবুবকর সিদ্দিক চৌধুরী (মটর সাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী ওরফে বুলেট চৌধুরী (ঘোড়া মার্কা),  ক্বারী মাও. আব্দুল¬াহ আল কাফি সিদ্দিকী (চশমা মার্কা), স্বতন্ত্র প্রার্থী মো. এয়াজউদ্দিন ডেকেরা (অটোভ্যান মার্কা)

ভাবকী ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (নৌকা মার্কা), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. রবিউল ইসলাম তুহিন (আনারস মার্কা) এবং মো. আশরাফ আলী খাঁন (ধানের শীষ মার্কা)

গোয়ালডিহি ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত মো. আইনুল হক শাহ্ (নৌকা মার্কা), বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সাখওয়াত হোসেন লিটন (ধানের শীষ মার্কা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ্ আব্বাস আরেফিন আহমেদ (আনারস মার্কা) নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমে পড়েছেন। এখন শুধু অপেক্ষার পালা কে বিজয়ের মালা গলায় পড়ে।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে