শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৯:১২:২৩

ভোট যুদ্ধে নেমেছেন আপন ৩ ভাইবোন, এলাকায় ব্যপক চাঞ্চল্য

ভোট যুদ্ধে নেমেছেন আপন ৩ ভাইবোন, এলাকায় ব্যপক চাঞ্চল্য

দিনাজপুর : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ দফার ভোটে ভোট যুদ্ধে নেমেছেন একই পরিবারের ৩ ভাইবোন। দিনাজপুরের পার্বতীপুর ইউপির তিন পদেই তারা প্রার্থী হয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ সদস্য পদে আপন ভাইবোন প্রার্থী হয়েছেন। এতে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যেও চলছে নানান কথাবার্তা। পার্বতীপুরের ৮নং ইউনিয়নে আগামী ৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

এ ইউপিতে মোশারফ হোসেন মুন্সী জামায়াত সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী (চশমা প্রতীক) হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বোন ফেরদৌসী আরা বেগম একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য (৪,৫ ও ৬ ওয়ার্ড) পদে (বক প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেক অপর ভাই মাহবুবার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে।

মাহবুবার রহমান বিগত মেয়াদে ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। বোন ফেরদৌসী আরা বেগম এর আগেও একই পদে দু’বার প্রতিদ্বন্দ্বিতা করে একবার নির্বাচিত হন।

পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নে রাজাবাসর মুন্সিপাড়া গ্রামের মো. আফছার আলীর ছেলেমেয়ে তারা। জানা যায়, আফছার আলী একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
৩০ এপ্রিল, এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে