জাহিনুর ইসলাম, দিনাজপুর থেকে : রিকশাচালকের ঘুষিতে দাঁত ভেঙে গেছে এক যাত্রীর। এ ঘটনা ঘটেছে দিনাজপুর জেলার বীরগঞ্জ শহরে। রিকশাভাড়া নিয়ে বিরোধের একপর্যায়ে মো. কেরামত আলী জিকরুলকে (৩০) ঘুসি মেরে বসে চালক।
ঘুষিতে তার দাঁত ভেঙে যায়। পরে আহত কেরামত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ শহরের নাহার সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত জিকরুল বীরগঞ্জ শহরের মো. নূর ইসলামের ছেলে।
দাঁত হারানো কেরামত আলী জানান, সকালে বাজার থেকে রিকশা নিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। বাজার রেখে ওই রিকশায় দোকানে এসে ভাড়া দিতে গেলে চালক ২৫ টাকা দাবি করেন। তিনি ১০ টাকার স্থলে ১২ টাকা ভাড়া দেন।
তিনি জানান, কিন্তু রিকশাচালক ভাড়া না নিয়ে তাকে অশালীন কথা বলতে থাকেন। এর প্রতিবাদ করলে চালক ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এতে তার কপাল কেটে যায়। ভেঙে যায় একটি দাঁত। পরে পার্শ্ববর্তী দোকানদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে রিকশাচালক মো. শফিকুল ইসলাম (২৫) জানান, ২৫ টাকা ভাড়া চাইলে জিকরুল ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে থাপ্পড় মারেন। এতে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ অবস্থায় তার শরীরের কয়েকটি স্থান কেটে যায়।
বিষয়টি নিয়ে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
২৮ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম