শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ০৬:০১:৩৮

২০১৬ সালে সবার নজর কেড়েছিল যেসব ঘটনা

২০১৬ সালে সবার নজর কেড়েছিল যেসব ঘটনা

এক্সক্লুসিভ ডেস্ক : ২০১৬ সালে এমন অনেক ঘটনাই ঘটেছে যা সাধারণের নজর কেড়েছে৷ এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যা নিয়ে বিস্তর আলাপ-আলোচনা চলেছে৷ এমন ঘটনা ঘটেছে যা নিয়ে মানুষ যেন দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে৷ কেউ যখন পক্ষ নিচ্ছেন নির্দিষ্ট সিদ্ধান্তের ঠিক তখনই আবার সিদ্ধান্তের বিরোধিতা করে সোচ্চার হয়েছেন অন্য এক দল৷ মোটের উপর ২০১৬ ছিল নজরকাড়া ব্যক্তিত্ব এবং নজরকাড়া ঘটনার৷

নাসিক নির্বাচন : নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হলেও সারাদেশে এই নির্বাচন নিয়ে বাড়তি উৎসাহ তৈরি হয়েছিল। দীর্ঘদিন পর বিরোধী রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। আবার সেই নৌকা-ধানের শীষ লড়াই! নাসিক নির্বাচনে সুষ্ঠ ও গ্রহনযোগ্য হবে কিনা? ইত্যাদি বিষয় নিয়ে চর্চিত হচ্ছিল। অবশেষে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত এবং নৌকা প্রতীকে আইভীর বিজয় হয়।

গুলশান হামলা : এবছরে ঘটে যাওয়া বাংলাদেশে সবচেয়ে বড় ও আলোচিত ঘটনা রাজধানীর গুলশানে হলি অর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা। ১লা জুলাই ঘটে যাওয়া এই হামলায় ২০ জন নিহত হন। গুলশান হামলার পর সারাদেশে জঙ্গি বিরোধী অভিযানের জন্য বর্তমান সরকার ও নিরাপত্তা বাহিনীর উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসা অর্জন করে।

সংসদে দেবের ভাষণ: তিনি অভিনেতা সাংসদ৷ বাংলা সিনেমায় তার সংলাপ বলার ধরন নিয়ে নাক সিঁটকান বহু মানুষ৷ তার অভিনয় থেকে শুরু করে তার রাজনৈতিক বিচক্ষণতা – সব নিয়েই প্রশ্ন তোলা হয় ক্রমাগত৷ কিন্তু এই সবকিছুকেই উপেক্ষা করে নিজের রাজনৈতিক পদক্ষেপকে সুদৃঢ় করলেন অভিনেতা দেব তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী৷

দিল্লীর সংসদের বাদল অধিবেশনে প্রথমবার নিজের মাতৃভাষা বাংলায় বক্তৃতা দিয়ে নজর কেড়েছিলেন তিনি৷ ঘাটালের উন্নয়নের জন্য কথা বলেছিলেন৷ বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা৷ আর সংসদে দেবের এই বাংলার বক্তব্য রাখাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক৷ কেউ যখন বক্তব্যকে সমর্থন করেছিলেন তখন কেউ আবার সংসদ ভবনে তার এই বাংলায় বক্তব্য রাখার বিরোধিতা করেছিলেন৷ সে যাই হোক, সংসদে দেবের ভাষণ ২০১৬ সালে নজর কেড়েছিল চলতি বছরে৷

বোল্টের বাহাদুরি: চলতি বছরের অলিম্পিকে থান্ডার বোল্টের সেই অবাক করা ভাইরাল ছবির কথা তো সকলেরই মনে আছে৷ ‘আসলাম, দেখলাম এবং জয় করলাম’ – ঠিক এই ভঙ্গিতেই অলিম্পিকের তিনটি ইভেন্টেই সোনা জিতেছিলেন বিশ্বের দ্রুততম অ্যাথলিট উসেইন বোল্ট৷ আর তার এই চ্যাম্পিয়নসুলভ অভিব্যক্তিই ২০১৬ সালে নজর কেড়েছিল সকলের৷

ক্রিকেটে সোনালী অর্জন : ২০১৬ সাল ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য সোনালী বছর। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সিরিজ জয়। ক্রিকেটের বিস্ময়কর বালক মুস্তাফিজুর রহমান ও মেহেদি মিরাজের আর্বিভাব।

আরএসএস পোশাকবিধি: সেই ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ সেই সময় থেকে পোশাকবিধি এবং অন্যান্য নিয়মের বিশেষ পরিবর্তন আনেনি সংঘ পরিবার৷ সাদা শার্ট এবং খাকি হাফপ্যান্ট৷ এই পোশাকেই দেশ সেবা করে এসেছেন তারা৷ এহেন পোশাকবিধির জন্য তাদের কপালে জুটেছে ‘চাড্ডি’ তকমাও৷ কিন্তু এবার এই সবকিছুকে ঝেড়ে ফেলে, পোশাকবিধি পাল্টে ফেলল আরএসএস৷ হাফ খাকি প্যান্টের বদলে এল ফুলপ্যান্ট৷ আর সংঘ পরিবারের এই ঐতিহাসিক সিদ্ধান্তই চলতি বছরে নজর কেড়েছে গোটা ভারতে৷

মায়ের নামে জার্সি: নারীশক্তির জয়গান করলো ভারতীয় ক্রিকেট দল৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাংবাদিকদেরই প্রশ্ন করলেন এতদিন পর্যন্ত বাবার নাম ব্যবহারে যখন কোনও প্রশ্ন ওঠেনি, তখন জার্সিতে মায়ের নাম লেখা হলে তা নিয়ে প্রশ্ন উঠবে কেন? গোটা ক্রিকেট দল মায়ের পরিচয়ে পরিচিত হয়েছিল চলতি বছরেই৷ মাহিকে যেমন দেখা গিয়েছিল জানকির ছেলে হিসাবে তেমনই বাইশ গজে বিরাটের পরিচয় ছিল সরোজের পুত্র৷ আর এই অভিনব প্রচেষ্টাতেই মাতৃশক্তিকে কুর্নিশ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট দল৷

কাস্ত্রোর দেশে ওবামা: মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিউবার কূটনৈতিক সম্পর্ক কোনওকালেই আলোচনার মতো ছিল না৷ একদিকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন যুক্তরাষ্ট্র অন্যদিকে কাস্ত্রোর বৈপ্লবিক কিউবা৷ দু’দেশের মধ্যে বরাবরই সম্পর্ক ছিল চোখ রাঙানোর৷ কিন্তু সেই চেনা যুদ্ধ-যুদ্ধ ছককেই পাল্টে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ১৯৫৯ সালে কাস্ত্রোর বিপ্লবী যুদ্ধের পর প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট কিউবার মাটিতে পা রেখেছিলেন৷ কিউবার মানুষের সঙ্গে কথা বলা, তাদের মতো করে জীবনযাপন করাই ছিল প্রেসিডেন্টের উদ্দেশ্য৷ ২০১৬ সালে ওবামার দূরত্ব ভাঙার এই সাহসী পদক্ষেপ নজর কেড়েছিল সকলের৷

মেসির অবসর: কোপায় জাতীয় দল আর্জেন্টিনাকে ট্রফি দিতে না পেরে রীতিমতো ভেঙে পরেছিলেন লিও মেসি৷ চোখের জলে ছেড়েছিলেন মাঠ৷ সিদ্ধান্ত নিয়েছিলেন খেলা ছেড়ে দেওয়ার৷ আর মেসির এই সিদ্ধান্তেই রীতিমতো ঝড় উঠে গিয়েছিল গোটা পৃথিবীতে৷ একদিকে চোখের জল ফেলেছিলেন লিওর ভক্তরা আর অন্যদিকে এমন অদ্ভুত সিদ্ধান্তের জন্য তৈরি হচ্ছিল বিতর্ক৷ কিন্তু সিংহ জঙ্গল ছেড়ে চলে যেতে পারে কি? আর তাই ফুটবলের ময়দানে প্রত্যাবর্তন হল তার৷ নতুন হেয়ারস্টাইলে আর নতুন উদ্যমে ভর করে ফিরলেন তিনি৷ বছরভর মেসির এই ম্যাজিক গোটা বিশ্বের নজর তার উপর টিকিয়ে রেখেছে৷

৩১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে