মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৪:৪৮:১৫

তদন্ত করতে গিয়ে আইএস জঙ্গিকে বিয়ে, এরপর যা ঘটলো!

তদন্ত করতে গিয়ে আইএস জঙ্গিকে বিয়ে, এরপর যা ঘটলো!

এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাদেরেই এক নারী কর্মকতাকে গ্রেফতার করেছিল। তার অপরাধ ছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে বিয়ে করা।

এফবিআই জানায়, আমরা জঙ্গি সংগঠন আইএসএর এক যোদ্ধার বিষয়ে তদন্তের ভার দিয়েছিলাম। কিন্তু তদন্ত করতে গিয়ে ওই আইএস যোদ্ধার প্রতি দুর্বল হয়ে পড়েন দোভাষি নারী কর্মকর্তা ড্যানিয়েলা গ্রিন।

গ্রিন ২০১১ সালে এফবিআইয়ে যোগ দেন। এরপর ২০১৪ সালের জানুয়ারিতে তাকে আইএস যোদ্ধা ড্যানিয়াল কাসপার্ট যিনি আবু তালহা আল-আমিন নামে পরিচিত তার বিষয়ে তদন্ত করার দায়িত্ব দেয়া হয়। তার কাজ ছিল ড্যানিয়াল কাসপারপাটের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যাবতীয় যোগাযোগ কে ট্র্যাক করা।

ওই বছরের জুনে ভ্যাকেশনে যাওয়ার মিথ্যা কথা বলে গ্রিন গোপনে সিরিয়ায় যান। সেখানে গিয়ে ড্যানিয়াল কাসপার্টকে বিয়ে করেন। এরপর ২০১৪ সালের আগস্টে সিরিয়া থেকে পালিয়ে আসেন গ্রিন। ফিরে আসার সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের পর আদালতে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার অপরাধে ওই বছরের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হলে দুই বছরের সাজা হয় তার। এবং সে প্রতিশ্রুতি দেন এফবিআইকে আইএস বিষয়ে সহায়তা করবে। কারা ভোগের পর ২০১৬ সালের আগস্টে মুক্তি পান গ্রিন।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিন বলেছেন, তার বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি ভিত ছিলেন। বিয়ের কয়েক সপ্তাহের মধ্যে আমি উপলব্ধি করতে পারি যে আমি ভয়ানক ভুল করেছি। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসি। তখন আমাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। এ সময় আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার দায়ে গ্রিনের দুই বছরের সাজা হয়। গত গ্রীষ্মে তিনি মুক্তি পেয়েছেন।

গ্রিন বলেন, ‘যদি আমি আপনার সঙ্গে কথা বলি তাহলে আমার পরিবার বিপদে পড়বে।’ তিনি এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি। ড্যানিয়েলা গ্রিন জুলাইয়ে সিরিয়া থাকা অবস্থায় তার পরিবারের কাছে পাঠানো চিঠিতে লিখেন, ‘আমি ড্যানিয়ালের প্রতি দুর্বল ছিলাম এবং আমি বুঝতে পারছিলাম না কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করব। আমি একটি জগাখিচুড়ি অবস্থা সৃষ্টি করেছি।’

‘আমি শেষ হয়ে গেছি এবং আমি আর ফিরতে পারব না। আমি কঠোর অবস্থার মধ্যে রয়েছি, জানি না এখানে কতদিন টিকতে পারব।’ তিনি আরো লিখেন, যদি আমি ফিরে আসি তাহলে হয়তো দীর্ঘদিনের জন্য আমাকে কারাগারে যেতে হবে। কিন্তু এটাই জীবন। আশা করছি, আমি একদিন ফিরতে পারব।

গ্রিন বর্তমানে একটি হোটেল লাউঞ্জে অতিথি সেবক হিসেবে কর্মরত আছেন।
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে