বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ১০:১৯:৪১

যে ৬ খাবার খাবেন না থাইরয়েড হলে

যে ৬ খাবার খাবেন না থাইরয়েড হলে

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমানে থাইরয়েড একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ রোগে আক্রান্ত হলে ওজন কিছুতেই নিয়ন্ত্রণে থাকে না। চুল অকালেই ঝরে পড়ে, ত্বক হয়ে ওঠে জৌলুসহীন। 

তাই অনেকেই খেতে শুরু করেন থাইরয়েডের ওষুধ। কিন্তু আপনি কি জানেন, শুধু ওষুধ খেয়ে বশে থাকতে না-ও পারে থাইরয়েড রোগটি। 

প্রথমেই জেনে নেয়া যাক থাইরয়েড সমস্যাটা কী? থাইরয়েড গ্রন্থিটি আমাদের শ্বাসনালির সামনের দিকে অবস্থিত। এই গ্রন্থি থেকে দু-ধরনের হরমোন টি থ্রি ও টি ফোর নিঃসরিত হয়। আমাদের শরীরের রক্তে একটি নির্দিষ্ট মাত্রায় এই হরমোন থাকে।

তাই থাইরয়েডের সমস্যা প্রধানত দু-ধরনের হয়। হাইপারথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ বেড়ে যায়। আর অন্যটি হলো হাইপোথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়।

শরীরে থাইরয়েডের সমস্যা শুরু হলে দেখা দেয় নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা হলো: ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া, গরম আবহাওয়ায়ও শীত অনুভূত হওয়া ইত্যাদি।

অনেক সময় রোগীর বিপাকে সমস্যাসহ হৃদ্‌স্পন্দনও কমতে শুরু করে থাইরয়েড সমস্যায়। এ সমস্যা আরও বেড়ে যেতে পারে বিশেষ কিছু খাবারের কারণে। থাইরয়েডের সমস্যা যে খাবারগুলো আরও বাড়িয়ে তোলে সেগুলো হলো–

১। সয়াবিন বা সয়াবিনজাতীয় সব খাবার: বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে, সয়ার খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ না-ও করতে পারে। তাই সয়াবিন, সয়ার দুধ, টফুর মতো খাবার মেপে খাওয়াই ভালো।

২। বাঁধাকপি-ফুলকপি: কপির মতো যেকোনো খাবারেও সমস্যা হতে পারে থাইরয়েডের ওষুধে। অনেকেই ওজন ঝরাতে ফুলকপি বা বাঁধাকপির মতো শাকসবাজি রাখেন খাদ্যতালিকায়। কিন্তু থাইরয়েড থাকলে এসব খাবার এড়িয়ে চলা উচিত।

৩। কফি: ক্যাফেইন এমনিতেই শরীরের নানা রকম ক্ষতি করে। থাইরয়েড থাকলেও অত্যধিক ক্যাফেইন শরীরের জন্য আরও ক্ষতিকর হয়ে ওঠে। তবে কফি একদমই ছেড়ে দিতে হবে এমনটা নয়। সকালের দিকে কফি খেতে পারেন। কিন্তু বেলা বাড়ার পর তা আর না খাওয়াই ভালো।

৪। মিষ্টি: যেকোনো খাবার যাতে চিনি বা বাড়তি মিষ্টি দেয়া হয়েছে, তা খাদ্যতালিকা থেকে বাদ দিন। থাইরয়েডের সমস্যা থাকলে চিনির বদলে গুড় বা মধুজাতীয় কিছু রান্নায় ব্যবহার করতে পারেন।

৫। প্যাকেটজাত খাবার: বাজারে তৈরি প্যাকেটজাত খাবারে বাড়তি লবণ, চিনি এবং তেল থাকবেই। তাই এ ধরনের খাবার এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবারও না খাওয়াই ভালো।
 
৬। দুগ্ধজাত খাবার: বেশির ভাগ চিকিৎসকই মনে করেন, দুগ্ধজাত খাবার শরীরে হরমোনের তারতম্য আরও বাড়িয়ে দেয়। তাই দুধ, মাখন, চিজের মতো খাবার এড়িয়ে যাওয়াই ভালো।

তাই চেষ্টা করুন, যেসব খাবারে থাইরয়েড সমস্যা বেড়ে যায় তা ডায়েট লিস্ট থেকে বাদ দেয়ার। তাহলেই থাইরয়েড সমস্যা বশে রাখতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে