বুধবার, ০৩ মে, ২০১৭, ১০:১১:০৮

হুড়মুড়িয়ে হেলে পড়ল ব্রিজ, ঝুলছে পর্যটকরা, নীচে বিশাল খাদ!

হুড়মুড়িয়ে হেলে পড়ল ব্রিজ, ঝুলছে পর্যটকরা, নীচে বিশাল খাদ!

এক্সক্লুসিভ ডেস্ক : দেশের যুব প্রজন্ম আজকাল প্রায় মজা করে বন্ধুদের বলে ‘চায়না মাল নাকি’। বিশেষ করে কোন জিনিস যদি হঠাৎ নষ্ট হয়ে যায় বা সমস্যা দেখা যায় সেই সময় একথা বলতে শোনা যায়। সংশয় আর উৎকণ্ঠার এই প্রচলিত কথাটি যেন কিছুটা মিলে গেল এই সংবাদটি সামনে আসতেই।

চারপাশে সবুজে পাহাড় ঘেরা মনোরম দৃশ্য। দুই পাহাড় জুড়েছে একটি কাঠ আর দড়ি দিয়ে বোনা ঝুলন্ত সাঁকোর মাধ্যমে। এই কাঠের সাঁকোটি প্রায় ৩৫-৪০ মিটার লম্বা। দল বেঁধে পর্যটকরা এই সাঁকো পেরিয়ে পাহাড়র এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছেন। এমন সময় আচমকা এক দিকে কাত হয়ে ঝুলে পড়ল বিশাল কাঠের সাঁকোটি। একই সঙ্গে কাত হয়ে সাঁকোর দড়ি ধরে ঝুলে রইলেন ২০ জনের বেশি পর্যটক। হাত ফসকালেই অন্তত ৪০ ফুট নীচে গিয়ে পড়বেন তারা। এই অবস্থায় সাঁকোর দড়ি ছিঁড়ে গেলেও বিপদ একই রকম!

দিন তিনেক আগে ভয়ানক এই ঘটনাটি ঘটেছে চীনের নানছাং এলাকার একটি পর্যটন পার্কে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত পর্যটকই ঘটনাচক্রে কাঠের সাঁকোর বাঁ দিকে চলে আসায় বেসামাল হয়ে সেটি এক দিকে হেলে পেড। পর্যটকরা সাঁকোর দু'পাশের দড়ির রেলিং ধরে মাঝ-বরাবর হাঁটলে এই বিপত্তি এড়ানো যেত সহজেই।

এই ঘটনায় কাঠের সাঁকোটি ক্ষতিগ্রস্ত হলেও পর্যটকদের নিরাপদেই উদ্ধার করতে পেরেছেন পার্ক কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে পার্কটি। এই গোটা ঘটনার ভিড়িও ধরা পেডছে এক পর্যটকের মোবাইল ক্যামেরায়। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে