বুধবার, ১০ মে, ২০১৭, ০৩:৪৯:৩০

টাক পড়া এবং চুল সাদা হয়ে যাওয়ার জন্য দায়ী কোষকে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা

টাক পড়া এবং চুল সাদা হয়ে যাওয়ার জন্য দায়ী কোষকে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা

সাবেরা খাতুন: ইংরেজ লেখক পি জি উইড হাউজ বলেন, সাদা চুলের সমস্যার একটিই মাত্র নিরাময় আছে যাকে গিলোটিন বলে। কিন্তু হতাশ হওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ বিজ্ঞান নিশ্চয়ই অন্য উপায় খুঁজে বের করবে।

চুলের বৃদ্ধিতে সাহায্য করে যে কোষ তাকে শনাক্ত করতে পেরেছেন বিজ্ঞানীরা। কীভাবে চুল সাদা হয় এবং এবং টাক পড়ে তার প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন তারা। গবেষকেরা বলেন, এই প্রক্রিয়াটি ব্যবহার করে ভবিষ্যতে চুল সাদা হয়ে যাওয়া এবং টাক পড়ার চিকিৎসাও আবিষ্কার হবে। জিন্স এন্ড ডেভেলপমেন্ট নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই উদ্ভাবনটি।

এই প্রক্রিয়ায় হেয়ার ফলিকল এর মধ্যে স্টেম সেলকে অন্বেষণ করা হয়। যা হেয়ার প্রোজেনিটর কোষ নামে পরিচিত।  এর মধ্যে KROX20 এবং স্টেম সেল ফ্যাক্টর (SCF) নামক দুটি প্রোটিন থাকে। তারা দেখেন যে, KROX20 ত্বকের কোষে পরিণত হয় এবং চুলের আবরণ হিসেবে কাজ করে। তারপর চুলের এই জন্মদাতা কোষ SCF উৎপন্ন করে, যা চুলের রঞ্জকায়নের জন্য অত্যাবশ্যকীয়। যদি কোষে KROX20 এবং SCF উভয়েই উপস্থিত থাকে তাহলে তারা ফলিকল থেকে সরে যায়, রঞ্জক  উৎপাদনকারী মেলানোসাইট কোষের সাথে প্রতিক্রিয়া দেখায় এবং রঙিন চুল উৎপন্ন করে।

গবেষক দলটি যখন ইঁদুরের KROX20 উৎপন্নকারী কোষকে সরিয়ে দেয় তখন তাদের মধ্যে কোন চুল উৎপন্ন হতে দেখা যায়না এবং তারা লোমশূন্য হয়ে পড়ে। যখন তারা ইঁদুরের প্রোজেনিটর কোষ থেকে SCF জিনকে সরিয়ে দেন তখন তাদের চুল বা পশমগুলো সাদা হয়ে যেতে দেখেন।

এই উদ্ভাবনটি ছিলো হোঁচট খাওয়ার মত, যেহেতু KROX20 সাধারণত স্নায়ুর উন্নতির সাথে সম্পর্কিত। গবেষকেরা নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ ১ নামক রোগ নিয়ে গবেষণা করার সময় এই কোষগুলোকে খুঁজে পান। এটি একটি বিরল জেনেটিক রোগ, যার ফলে স্নায়ুতে টিউমার হয়।

টেক্সাস সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের প্রধান গবেষক ডা. লু লি বলেন, ‘এই প্রকল্পটি শুরু হয়েছিলো এটা জানার জন্য যে কীভাবে নির্দিষ্ট ধরণের কিছু টিউমার গঠিত হয়, গবেষণার শেষে আমরা জানতে পারি কেন চুল সাদা হয়ে যায় এবং চুলের বৃদ্ধিতে সরাসরি সাহায্য করে যে কোষ তা শনাক্ত করতে পেরেছি আমরা’। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই জ্ঞানের দ্বারা আমরা আশা  করতে পারি যে ভবিষ্যতে আমরা এমন একটি সাময়িক যৌগ তৈরি করতে পারবো অথবা চুলের ফলিকলে প্রয়োজনীয় জিন পৌঁছে দিতে পারবো এই সৌন্দর্য ঘটিত সমস্যাগুলোর সমাধানের  জন্য’।

ডা. লি বলেন, ‘আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে কোষের মধ্যে KROX20 এবং SCF জিন এরা উভয়ে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে কীভাবে কাজ করা বন্ধ করে দেয়, এর পাশাপাশি এরা কীভাবে  পুরুষের টাক হওয়ার ক্ষেত্রে অবদান রাখে তা জানা। ততদিন পর্যন্ত আমাদের চুল সাদা হয়ে যাওয়া ও টাক মাথাকে মেনে নিতে হবে।-আই এফ এল সায়েন্স/প্রিয়.কম
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে