সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ০১:৫২:৫৩

'সামাজিক দূরত্ব' মানছে কুকুর, ছবি ভাই'রাল!

'সামাজিক দূরত্ব' মানছে কুকুর, ছবি ভাই'রাল!

 কভিড-১৯ করোনাভাইরাসের সং'ক্রমণ প্রতিরো'ধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। এরমধ্যেই কুকুরের একটি ছবি ভাই'রাল হয়েছে। ছবিতে নির্দিষ্ট দূরত্ব মেনে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। ছবিটি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তোলা। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাই'রাল হয়েছে। গত শনিবার বিকালে ছবিটি তোলেন ওই এলাকার ব্যবসায়ী কবির আহমেদ।

কবির আহমেদ জানান, তার বাসার পাশেই ৬টি কুকুর সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব রেখে ঘুমিয়ে থাকতে দেখেন। দৃশ্যটি ভাল লাগায় মোবাইল ফোনে তা ধারণ করি। পরে সেটি ফেসবুকে শেয়ার করলে তা ভাই'রাল হয়। মানুষ হয়েও করোনার কারণে সামাজিক দূরত্ব মানছি না। জীবজন্তু কোন কিছু না জানার পরও তারা দূরত্ব মানছে।

প্রসঙ্গত, দল বেঁধে চলাফেরা করলেও বিশ্রাম করার সময় কুকুর নির্দিষ্ট বজায় রেখেই বিশ্রাম নেয় বা ঘুমায়।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে