বৃহস্পতিবার, ০৮ জুলাই, ২০২১, ০৮:১৫:৩০

বাংলাদেশের রানি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে!

বাংলাদেশের রানি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে!

এমন ইতিহাসও হতে পারে! সবচেয়ে ছোট গরু হিসেবে খ্যাতি অর্জন তাও আবার সারা দুনিয়ায়, একেবারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এমনই এক রেকর্ড হয়েছে বাংলাদেশের সবচেয়ে ছোট গরু রানিকে নিয়ে।

এই গরুটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। জানা গিয়েছে, তার থেকে কম উচ্চতার এবং ছোট গরু নেই গোটা বিশ্বে। সেই কারণেই গরুটির নাম উঠতে চলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। আর বিশ্বের সবচেয়ে ছোট গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় হচ্ছে ওই খামারে। স্বভাবে শান্ত প্রকৃতির এবং সাদা রঙের হওয়ায় এর নাম রাখা হয়েছে রানি।

এই ব্যাপারে ওই খামারের ব্যবস্থাপক তানভির হাসান জানিয়েছেন, রানি আসলে ভুটানের বক্সার ভুট্টি জাতের বামন গরু। বছরখানেক আগে নওগাঁর প্রত্যন্ত গ্রামের কৃষকের খামার থেকে গোরুটি কেনা হয়। এরপর এই খামারে সেটিকে প্রতিপালন করা হচ্ছে। শখ করেই গরুটিকে কেনা হয়েছিল, জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে