শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৪:১৫:৪২

দমদমের মেয়েটির অবাক করা কাণ্ড!

দমদমের মেয়েটির অবাক করা কাণ্ড!

এক্সক্লুসিভ ডেস্ক : দমদমের মেয়ের অবাক করা কাণ্ড, ১৪ বছরে একদিনও কামাই নেই স্কুলে।  গিনেস রেকর্ডের দাবিদার সে।  নার্সারি থেকে ক্লাস টুয়েল্ভ।  

১৪ বছরের স্কুলজীবনে সে একদিনের জন্যও কামাই করেনি।  ১০০ শতাংশ উপস্থিতির জন্য গিনেস বুক অব রেকর্ডসে নাম তুলতে যাচ্ছে দমদমের সেই ছাত্রী।

ইবেলার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

দমদমের একটি বেসরকারি কনভেন্ট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী চন্দ্রজা গুহ।  রেগুলারিটির এমন নজির এ স্কুলের অন্য কারো নেই।  স্কুলের ‘সুপার-গার্ল’ বলে খ্যাত মেয়েটিকে এক ডাকে চেনেন দারোয়ান থেকে সবাই।

সবারই এক কথা, বিগত ১৪ বছরে একদিন স্কুল কামাই দেয়নি সে।  চন্দ্রজা ৪ বছর বয়সে এই স্কুলে নার্সারিতে ভর্তি হয়।  স্কুলের অ্যাটেন্ডেন্স রেকর্ড অনুযায়ী, নার্সারিতে ভর্তি হওয়ার প্রথম বছরেই ১০০ শতাংশ উপস্থিতি ছিল তার।  এরপর শীত-গ্রীষ্ম-বর্ষা বারো মাসে তার কোনো স্কুল কামাই নেই।

এখন ১৮ বছরের কিশোরী দাদ্বশ শ্রেণির ছাত্রী।  মাঝের ১৪টা বছরে প্রতিদিন প্রতিটি ক্লাসেই উপস্থিতি রয়েছে তার।  এতেই সে গড়ে ফেলেছে নতুন এক রেকর্ড।  স্কুলের তরফে জেলাশাসকের মাধ্যমে সংবর্ধিত করা হয়েছে তাকে। চলছে গিনেস বুকে তার নাম তোলার চেষ্টা।

চন্দ্রজার এই জার্নি খুব সহজ ছিল না।  দক্ষিণ দমদম পৌরসভার ২নং ওয়ার্ডের নিচু এলাকায় বাড়ি হওয়ায় সামান্য বৃষ্টিতেই একহাঁটু পানি জমে যায় তার বাড়ির সামনে।

প্রতিবছর হাঁটুসমান পানি পেরিয়েই প্রায় দু’কিলোমিটার দূরে স্কুলে পৌঁছছে সে।  অসুস্থতা, আত্মীয়-স্বজনের বিয়ে বা অন্য অনুষ্ঠান সব চন্দ্রজার কাছে সেকেন্ড প্রায়োরিটি পেয়েছে।  প্রথমটা স্কুলে যাওয়া।

একাধিকবার প্রচণ্ড জ্বরের মধ্যেও স্কুলে গিয়েছে।  হঠাৎ কোনো কারণে স্কুল ছুটি হয়ে গেলে কারো মুখে শুনে নয়, স্কুলের গেটে পৌঁছে স্কুল বন্ধ দেখে তবেই বাড়ি ফিরেছে।  এমন পাগলামির জন্য কম টিপ্পনি শুনতে হয়নি তাকে। কিন্তু সেসব সহ্য করে নিজের অভ্যাসে অটল থেকেছে সে।

নার্সারিতে একশ' শতাংশ উপস্থিতির জন্য পুরস্কৃত হয় চন্দ্রজা।  এরপর ওই পুরস্কার পাওয়াটা নেশায় পৌঁছে যায়।  সেই নেশাই রেকর্ড গড়ে দিয়েছে। পারিবারিকভাবে চলছে গিনেস বুকে নাম তোলার চেষ্টা।
১৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে