মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৭:২১

কোন প্রাণীর দেহে লোম থাকে না?

কোন প্রাণীর দেহে লোম থাকে না?

এক্সক্লুসিভ ডেস্ক : লিখিত পরীক্ষায় পাশ করার পর যারা ভাবছেন ইন্টারভিউ ক্লিয়ার করা বেশ সহজ, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে যারা ইন্টারভিউ নেন তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই হতবাক হন আবার কেউ কেউ ঘাবড়ে যান। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে?
উত্তরঃ লাইসোজোম (Lysosomes)।

২) প্রশ্নঃ স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহৃত হয়?
উত্তরঃ ইস্পাত লোহা।

৩) প্রশ্নঃ কোন প্রাণীর দেহে লোম থাকে না?
উত্তরঃ তিমি মাছ।

৪) প্রশ্নঃ খনি শ্রমিকদের ‘পরম বন্ধু’ কাকে বলা হয়?
উত্তরঃ হামফ্রে ডেভিকে (Humphrey Davy), সেফটি ল্যাম্প আবিষ্কারের জন্য।

৫) প্রশ্নঃ ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে?
উত্তরঃ হিলিয়াম গ্যাস।

৬) প্রশ্নঃ পারমাণবিক বোমাকে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার (Robert Oppenheimer) ১৯৪৫ সালে পারমাণবিক বোমা আবিস্কার করেন।

৭) প্রশ্নঃ টেলিভিশনে কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
উত্তরঃ মাইক্রোওয়েভ।

৮) প্রশ্নঃ ‘DDT’ এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Diphenyle – Trichloroethane (ডাইক্লোরো-ডিফেনাইল-ট্রাইক্লোরোইথেন)। এটি একটি কীটনাশক।

৯) প্রশ্নঃ এডস রোগের জীবাণু শরীরের প্রবেশের কতদিন পর লক্ষণ প্রকাশ পায়?
উত্তরঃ প্রায় ৬ মাস।

১০) প্রশ্নঃ ব্যক্তি সনাক্তকরণের পদ্ধতিকে কি বলা হয়?
উত্তরঃ বায়োমেট্রিক পদ্ধতি (Biometric method)।

১১) প্রশ্নঃ GPS এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Global Positioning System (গ্লোবাল পজিশনিং সিস্টেম)।

১২) প্রশ্নঃ দ্য গ্রেট আলেকজান্ডার (Alexander) কোন দেশের রাজা ছিলেন?
উত্তরঃ আলেকজান্ডার ছিলেন গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি চন্দন গাছ রয়েছে?
উত্তরঃ কর্ণাটক।

১৪) প্রশ্নঃ চাণক্যের অপর নাম কী?
উত্তরঃ বিষ্ণুগুপ্ত।

১৫) প্রশ্নঃ কী সেই জিনিস যা ছেলেদের দাঁড়িয়ে থাকে আর মেয়েদের ঝুলে থাকে?
উত্তরঃ চুল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে