এক্সক্লুসিভ ডেস্ক : দৈনন্দিন জীবনে একজন নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান্নাঘর। এর বাইরে পরিবারের সব সদস্যের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টয়লেট।
দুটি জিনিসের যত্ন নেয়া জরুরি। কিন্তু এই দুটি জায়গাতেই এমন সব কিছু কাজ করা হয়, যা খুবই বাজে অভ্যাস এবং কখনো কখনো বিপর্যয় ডেকে আনে।
টয়লেটেও কিছু বিষয় থাকে, যা আপনাকে বিপর্যয়ের বাইরে কখনো লজ্জার মুখেও ফেলতে পারে। এবার তাহলে এশিয়া ও অস্ট্রেলিয়ার রিডার্স ডাইজেস্ট থেকে টয়লেট এবং হাফ পোস্ট থেকে রান্নাঘরের সেসব বিষয়গুলো জেনে নেয়া যাক।
টয়লেটে ভুল কিছু ফেলা যাবে না: অনেক সময় টয়লেটে টয়লেট পেপার কিংবা অন্যসব জিনিস ফেলা হয়। যেমন অনেকেই স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পন, কন'ডম, ব্যান্ড-এইড ইত্যাদি ফেলা হয়। যা ফ্লাশ করার সময় আটকে যায়। এতে বর্জ্য অপসারণে সমস্যা হয় এবং টয়লেটের সার্ভিসের প্রয়োজন হয়। এ জন্য টয়লেটে বর্জ্য ব্যতীত অন্য কোনো আর্বজনা ফেলা ঠিক নয়।
ঢাকনা খোলা রেখে ফ্লাশ করা ঠিক নয়: মাইক্রোবায়োলজিস্টের মতে, প্রতিটি ফ্লাশের সময় বর্জ্য টয়লেটের স্থান থেকে ১ দশমিক ৮ মিটার দূরে ছিটকে পড়ে যেতে পারে। এ জন্য ফ্লাশ করার সময় যথেষ্ট সতর্কতার সঙ্গে ঢাকনাটি বন্ধ করে ফ্লাশ করুন। তা না হলে কিন্তু আপনার পরনের জামা-কাপড় নষ্ট হয়ে যেতে পারে।