শুক্রবার, ০৮ মার্চ, ২০২৪, ১১:৫৩:০৯

উজ্জ্বল ত্বক পেতে চান? আছে উপায়

উজ্জ্বল ত্বক পেতে চান? আছে উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : আমরা অনেকেই কম-বেশি ত্বকের যত্ন নিয়ে সচেতন। আবার অনেকে আছি যারা খুব একটা সময় পান না ত্বকের যত্ন নেওয়ার। যার ফলে ত্বক হয়ে যায় নিষ্প্রাণ, অনুজ্জ্বল। ত্বকের হাল ফেরাবার জন্য দরকার বিশেষ যত্ন।

সবসময়ই যে দামী ক্রিম বা পার্লারের ফেসিয়াল ট্রিটমেন্টের মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে এমনটা কিন্তু নয়। চাইলে বাসায় সহজলভ্য কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে খুব সহজেই ত্বকের হাল ফেরানো সম্ভব। 

অ্যালোভেরা
অ্যালোভেরা আমাদের প্রায় সবারই বাসায় থাকে, বাসায় না থাকলেও আশপাশে কিংবা বাজারে সহজেই পাওয়া যায়। এই জিনিস ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য বেশ পরিচিত।

শুধু তাই-ই নয়, অ্যালোভেরার নির্যাস ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও ফিরে আসবে। চাইলে সপ্তাহে দুইদিন ভিটামিন-ই ক্যাপসুলের নির্যাসের সঙ্গে অ্যালোভেরার নির্যাস মিশিয়ে মুখে ব্যবহার করে দেখতে পারেন। 
গোলাপ

ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত এই ফুল কিন্তু ত্বকের যত্নেও বেশ কার্যকর। এতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত গোলাপের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে সহজেই। 

জবা
প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ জবা ফুল ত্বকের উজ্জ্বলতা ফেরাতে বেশ সহায়ক। আমরা সাধারণত চুলের যত্নে এই ফুল ব্যবহার করে থাকি। শুধু চুলই নয়, জবার ফেসপ্যাক ত্বকে ব্যবহার করলে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে সহজেই। তাই সপ্তাহে দুইদিন চাইলে ব্যবহার করতে পারেন জবা ফুলের ফেসপ্যাক। সূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে