রবিবার, ১০ মার্চ, ২০২৪, ০৬:০৩:০৭

এই পুরুষরা খেলে কী হয় জানেন?

এই পুরুষরা খেলে কী হয় জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : আসলে ডুমুর খাওয়া খুবই ভালো। এই ফলে রয়েছে অনেকটা পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। দেখা গিয়েছে পুরুষের স্বাস্থ্যের জন্য ডুমুর দারুণ কার্যকরী। ফা''র্টিলিটি বাড়াতে পারে ডুমুর।

কিছু কিছু খাবার খেলে পুরুষ মানুষ সুস্থ থাকতে পারেন। এবার মুশকিল হল, পুরুষেরা কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে একবারেই ভাবতে চান না। তাঁরা নিজেদের অনেকক্ষেত্রেই শারীরিক সমস্যার ঊর্ধ্বে ভাবতে শুরু করে দেন। আর তার থেকেই দেখা দেয় সমস্যা। তবে পুরুষেরও সমস্যা হয়। বিশেষত, ফার্টিলিটির জটিলতা তো এখন বেড়েছে। এই পরিস্থিতিতে জানলে অবাক হয়ে যাবেন যে ডুমুর খেলেও পুরুষের স্বাস্থ্য ভালো থাকতে পারে।

পুরুষ মানুষের এখন জীবনযাত্রার কোনও ঠিক ঠিকানা নেই। দেখা গিয়েছে যে আপনি যদি এই সময়টায় এমন কিছু খাবার পাতে না রাখেন যাতে ভরপুর পুষ্টিদ্রব্য রয়েছে, তবে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যদিও আমাদের সবার অবহেলার পাত্র ডুমুর ফল খেলেই পুরুষের শরীরের অনেক সমস্যার হয়ে যেতে পারে সমাধান। তাই এই নিয়ে সতর্ক হয়ে যেতেই হবে।

এবার আসুন জেনে নেওয়া যাক পুরুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য কতটা কার্যকরী ডুমুর –

১. কোষ্ঠকাঠিন্য কমায় ডুমুর
আসলে কোষ্ঠকাঠিন্য শরীরে অনেক গুরুতর সমস্যা তৈরি করে দিতে পারে। এক্ষেত্রে পুরুষের মধ্যে সমস্যা থাকে বেশি। এবার ডুমুরে অনেকটা পরিমাণে থাকে ফাইবার। আর এই ফাইবার কিন্তু পেটের জন্য ভালো। তাই কোষ্ঠকাঠিন্য দূর করে দিতে চাইলে আপনাকে অবশ্যই পাতে রাখতে হবে ডুমুর।

২. পুরুষের ওজন কমায় ডুমুর
আমাদের দেশে হঠাৎ করেই পুরুষের ওজন বাড়ার একটা প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আর ওজন বাড়লে তো ডায়াবিটিসি, প্রেশার, হার্টের অসুখের আশঙ্কা বহুগুণ বাড়ে। এবার আমাদের ভুল খাদ্যাভ্যাসই এই সমস্যা তৈরি করে দেয়। এই পরিস্থিতিতে দেখা গিয়েছে যে ডুমুরে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কমিয়ে দিতে পারে ওজন। তাই চিন্তা নেই।

৩. ডুমুর বাড়ায় ফা'র্টিলিটি
বিভিন্ন গবেষণায় বলা হয়েছে যে ডুমুরে রয়েছে অনেকটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও বহু ভিটামিন ও খনিজ রয়েছে এই ফলে। তাই আপনাকে অবশ্যই এই অবহেলিত ফল অবশ্যই খেতে হবে। এবার এই সকল কারণে ডুমুর বাড়িয়ে দিতে পারে পুরুষের ফা'র্টিলিটি। এমনকী শারীরিক শক্তিও বাড়বে এই ফল খেলে।

কী ভাবে খাবেন ডুমুর? বহু উপায়ে খাওয়া যেতে পারে ডুমুর। এটা আপনি রান্না করে খেতে পারেন। আবার কাঁচাও খাওয়া যায় এই ফল। এছাড়া আপনি ডুমুর শুকিয়ে নিয়েও খেয়ে নিতে পারেন।

বি.দ্র : প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে