এক্সক্লুসিভ ডেস্ক : দীর্ঘ ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও স্বাভাবিক গতি পাচ্ছেন না গ্রাহকরা। ফলে ইন্টারনেটে কোনো কাজ করতে গিয়ে বিরক্ত হচ্ছেন দেশবাসী। তবে, অল্প কিছু সেটিংসের পরিবর্তন ও কার্যক্রমের মাধ্যমে খুব সহজেই এই সমস্যার সমাধান সম্ভব।
গুগল প্লে স্টোর থেকে ইন্টারনেট স্পিড বাড়ানোর অ্যাপ ব্যবহার করেও দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সম্ভব। ছবি: সংগৃহীত
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনটি বন্ধ করে ফের চালু করুন। দেখা গেছে, ৪জি নেটওয়ার্ক ব্যবহার করেও ফোনে ইন্টারনেটের স্পিড ২জির মতো। রিস্টার্ট করার ফলে আধা ঘণ্টা থেকে একঘণ্টা ইন্টারনেট স্পিড ঠিকঠাক থাকবে।
ফোনের নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করে ৪জি স্পিডে নেয়া যায় ইন্টারনেট গতিকে। এজন্য মোবাইলের নেটওয়ার্ক অপশনে গিয়ে ইন্টারনেট অপশন, তারপর মোবাইল নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্ক মোড ২জি বা ৩জি-তে সেট করা থাকলে, এটিকে ৪জি-তে পরিবর্তন করতে হবে। এতে ইন্টারনেটের ধীরগতির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
পাশাপাশি মোবাইলের কোনো আপডেট আসলে এবং তা দীর্ঘদিন আপডেট দেয়া না হলে ডিভাইস ও এর নেটওয়ার্ক ধীরগতির হয়ে যেতে পারে। তাই আপডেট আসলে দেরি না করে তা দ্রুতই দিয়ে দেয়া উচিত।
এছাড়া মোবাইলের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করলে বা মুছে ফেললেও এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। মোবাইল ডিভাইসের ক্যাশ মেমোরি পরিষ্কার বা ক্লিন করেও সাময়িক সমাধান সম্ভব।
ইন্টারনেট স্পিড বৃদ্ধি করে এমন কিছু অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে। এসব অ্যাপের ব্যবহারেও ইন্টারনেট স্পিড বাড়ানো সম্ভব। তাছাড়া অনেক সময় ইন্টারনেট ব্রাউজার পরিবর্তন করেও দেখা যায় ইন্টারনেট স্পিড বেড়ে গেছে। তবে একেবারে তড়িৎ সমাধান পেতে মোবাইলের ফ্লাইট মোড অন করে, আবার অফ করলে ইন্টারনেট গতির পরিবর্তন দেখা যেতে পারে। এতে নেটওয়ার্ক কানেকশন পুনরায় সেটআপ হয়, ফলে স্পিড বাড়তে পারে।