শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:৩৩:৪৭

বাংলাদেশের খেলা শেষ, তিনি এখন নিউইয়র্কে খেলছেন: ইলিয়াস হোসেন

বাংলাদেশের খেলা শেষ, তিনি এখন নিউইয়র্কে খেলছেন: ইলিয়াস হোসেন

এমটিনিউজ২৪ ডেস্ক : গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের। তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মী পলাতক কেউবা বিচারের মুখোমুখি।

ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। 

এরই মধ্যে শামীম ওসমান ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেছেন এবং সংবাদ অনেকবার উঠে আসলেও পালিয়ে যাওয়ার পর কোথায় আশ্রয় নিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায় নি।

আজ পলাতক এই নেতাকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেন, বাংলাদেশের খেলা শেষ, তিনি এখন নিউইয়র্কে খেলছেন।

পোস্টকৃত ছবিতে শামীম ওসমানের সাথে আরো তিন জনকে দেখা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে