শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ১২:৩১:১৮

ভূমিকম্প সবাই টের পায় না কেন? যা বলছেন বিজ্ঞানীরা

ভূমিকম্প সবাই টের পায় না কেন? যা বলছেন বিজ্ঞানীরা

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন নানা মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশেও মাঝেমধ্যে ভূমিকম্পের ঘটনা ঘটে। কিন্তু ছোট বা মাঝারি এই সব ভূমিকম্প সবাই টের পান না। টের পাওয়ার কথাও না। কিন্তু কেন? এ বিষয়ে কি বলছেন বিজ্ঞানীরা?

অনেকেই বলে থাকেন, ভূমিকম্প টের পাওয়া বা না-পাওয়ার সঙ্গে নাকি মানব দেহের একটা সম্পর্ক রয়েছে। এমনকি মানুষের উচ্চতার সঙ্গে ভূমিকম্প টের পাওয়ার প্রত্যক্ষ সম্পর্কের কথাও বলেছেন কেউ কেউ।

কিন্তু বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। তাদের বাদি, ভূমিকম্প টের পাওয়ার সঙ্গে শরীরের গঠনের নাকি কোনো সম্পর্ক নেই। তা হলে সম্পর্কটা কার সঙ্গে?

এর জবাবটা হচ্ছে- আপনি কোথায় দাঁড়িয়ে বা বসে রয়েছেন, তার উপরে নির্ভর করে আপনি ভূমিকম্প কতটা টের পাবেন।

এর কারণও ব্যাখ্যা করা হয়েছে। ভূমিকম্পের একটি উৎসস্থল থাকে। সেখান থেকে তরঙ্গ ক্রমশ ছড়াতে থাকে। এই তরঙ্গ ছড়ায় একাধিক নির্দিষ্ট রেখা ধরে। সেই রেখা বরাবর এবং তার আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

ফলে আপনি যদি এই সব এলাকার মধ্যে পড়ে যান, তা হলে অবশ্যই কম্পন অনুভব করবেন। পুরোটাই নির্ভর করে এই তরঙ্গ এবং তার তীব্রতার উপরে। তাই যত বেশি তীব্র হবে ভূমিকম্প, তত বেশি শক্তিশালী হবে তরঙ্গও। ফলে, অনেক বেশি সংখ্যক মানুষ অনুভব করবেন।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে