মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৮:৫৭:০২

চালক ছাড়াই এবার সমুদ্রে চলবে জাহাজ!

চালক ছাড়াই এবার সমুদ্রে চলবে জাহাজ!

এক্সক্লুসিভ ডেস্ক : শুধুমাত্র ড্রোন আর চালকবিহীন গাড়ি দেখেই তাক লেগে যাচ্ছে। তাই বলে ক্যাপ্টেন বিহীন জাহাজ? এও সম্ভব নাকি? হ্যাঁ, ক্যাপ্টেন বা ক্রু ছাড়াই এবার সমুদ্রে চলবে আস্ত জাহাজ। এমনটাই ঘোষণা করল পেন্টাগন।

বিশ্বের সবথেকে বড় চালকবিহীন জাহাজ তৈরি করছে আমেরিকা। ১০,০০০ মাইল যেতে পারবে সেই জাহাজ। লুকিয়ে থাকা সাবমেরিন বা আন্ডারওয়াটার মাইন সহজেই চিহ্নিত করতে পারবে ১৩২ ফুট লম্বা এই জাহাজ। আগামী দু’বছর ধরে সান দিয়েগো উপকূলে এই জাহাজ পরীক্ষামূলক ভাবে চালাবে মার্কিন নেভি।

কিভাবে এটা অন্য জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলবে, সেটাই পরীক্ষা করে দেখছে আমেরিকার মিলিটারি গবেষণা সংস্থা Defense Advanced Research Projects Agency. এর আগে `Sea Hunter’ নামে ছোট ছোট জাহাজ ছিল, যেগুলি রিমোট কন্ট্রোলে চালানো যেত। কিন্তু, নতুন জাহাজটিকে রিমোটে চালনা করতে হবে না। এটা নিজেই নিজেকে চালনা করতে পারবে।

ট্রায়াল পিরিয়ডে ওই জাহাজের চলাফেরা উপর নজর রাখবে সব জাহাজ সংস্থাগুলি। এই জাহাজ বাস্তবে চালানো সম্ভব হবে খরচ অনেকটাই কমবে। তাই এই চালকবিহীন জাহাজের দিকে তাকিয়ে রয়েছে ইউরোপ থেকে এশিয়া সবাই। দুটি ডিজেল ইঞ্জিন থাকবে এই জাহাজে। সান দিয়েগো থেক গুয়াম পর্যন্ত চলে যেতে পারবে এটি। এই জাহাজে কোনো অস্ত্র রাখার পরিকল্পনা নেই আপাতত।

তবে এই জাহাজ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই। কারো কারো আশঙ্কা, এই জাহাজের কন্ট্রোল নিয়ে নিতে পারে হ্যাকাররা। তবে সেইসব নিরাপত্তার দিকগুলিও খতিয়ে দেখছেন গবেষকরা। এই জাহাজ তৈরি করতে খরচ হবে প্রায় ১২০০ ডলার।
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে