মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ১০:২০:৩৪

বিরল ঘটনা, একমাত্র সন্তানের হাতে-পায়ে ৩১টি আঙুল!

বিরল ঘটনা, একমাত্র সন্তানের হাতে-পায়ে ৩১টি আঙুল!

এক্সক্লুসিভ ডেস্ক : দম্পতির একমাত্র সন্তান।  ছেলে সন্তানটির হাতে-পায়ে গুনে গুনে ৩১টি আঙুল! প্রি-ন্যাটাল স্ক্যানে এমন কোনো অস্বাভাবিকতার লক্ষণ ছিল না।  

যে কারণে সন্তানের জন্মের পর বিস্ময়ের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় চীনা দম্পতির।  চীনের হুনান প্রদেশের এই দম্পতির একমাত্র ছেলের বয়স এখন তিন মাস।  

মা-বাবা আদরের হংহংয়ের দু-হাতেই রয়েছে ১৫টি আঙুল।  পায়ে রয়েছে আরো ১৬টি।  সব মিলিয়ে তার আঙুলের সংখ্যা ৩১টি।  

আঙুলের সঙ্গে ভারসাম্য রাখতে, দুটি করে তালু দু-হাতে।  এমনভাবে জুড়েছে, নেই একটিও বুড়ো আঙুল।

হংহংয়ের বাবা-মা চান, তার হাতে-পায়ে অস্ত্রোপচার করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।  হুনানের স্থানীয় হাসপাতালের ডাক্তারের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন তারা।  

তবে এখনো আশাব্যঞ্জক কিছু শোনাতে পারেননি ডাক্তাররা।  শিশুটির নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি আঙুল বিরল।   হংহংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে তা অস্ত্রোপচার করে স্বাভাবিকে ফিরিয়ে আনা্।  

চিকিত্‍‌সাশাস্ত্রে অবম্য পলিড্যাক্টিলি বিরল নয়।  ডাক্তারদের বক্তব্য অনুযায়ী, প্রতি হাজারে এমন একটি শিশুর জন্ম হয়।  হংহংয়ের মায়ের হাতে-পায়ে বেশি আঙুল রয়েছে।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে